লেবুর মধ্যে ন্যাপথলিন মিশন অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে !
অযথা টাকা খরচ করতে হবে না ।
শুরুতে আপনাকে দুটি লেবু নিতে হবে এগুলিকে মাঝ বরাবর কেটে ব্লেন্ডার কিংবা পেস্ট করা যায় সেরকম কিছুতে রাখুন। আমরা এতে দু কাপ জল দিয়ে দেবো না গরম না ঠান্ডা ।
সরঞ্জাম গুলিকে আমরা ভালো করে পেস্ট করে নেব পেস্ট হয়ে যাবার পর ছাকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। একটি দেখতে লেবুর জুসের মতন দেখতে হবে চামচে আমরা ভালো করে চেপে চেপে রস বার করে নেব ।
এবার আমাদের নিতে হবে তিনটি ন্যাপথলিন। পেপার বা কাপড়ে মরে এটিকে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করা হয়ে গেলে এদিকে লেবু জুসের মধ্যে দিতে হবে এবং ভালো করে মিক্স করতে হবে।
এর মধ্যে দিতে হবে ব্রেকিং সোডা এক চামচ এবং ভালো করে মিক্স করতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে বাসন ধোয়ার লিকুইড আমি ব্যবহার করছি এতে ভীম লিকুইড। তিন থেকে চার চামচ দেবেন।
সরঞ্জাম গুলিকে ভালো করে মিক্স করে নেবার পর আমরা একটি বড় পাত্র নেব এবং হাফ লিটার জল মিক্স করব। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর..
আমরা একটি পুরনো প্লাস্টিকের বোতল নিয়ে ভালো করে ওয়াশ করে নেব। এবার লিকুইডটিকে বোতলে ভালো করে ঢেলে নেব এবং বোতলের মুখে একটি স্প্রে মেশিন লাগিয়ে নেব ।
এটি আপনি ফ্লোর পরিস্কারের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এর মধ্যে দেওয়া লেবু এবং বেকিং সোডা দুটোই ক্লিনের জন্য বেস্ট আর ন্যাপথলিন মশা মাছি তেলাপোকা আর টিকটিকি দূরে রাখে। এটি আপনার অনেক উপকারে আসবে কথা দিচ্ছি । আপনার ঘর থাকবে জীবাণুমুক্ত কথা দিচ্ছি।
আমাদের তথ্য আপনাদের অনেক উপকারে লাগতে পারে। আপনার প্রিয়জনদের শেয়ার করুন। আমাদের পেজটিকে ফলো করুন এরকম ধারাই আরো আপডেট পেতে।
ধন্যবাদ ....।