বনমালীপুর ব্রহ্মদত্তধাম ( Banamalipur Bramhadattadham )

Immortal Gallerys
0

 বনমালীপুর ব্রহ্মদত্তধাম

( Banamalipur Bramhadattadham )

Banamalipur Bramhadattadham

চলুন একদিনের সফরে ঘুরে আসি ব্রহ্মদত্তধাম ।

ব্রহ্মদত্তধাম মন্দিরে প্রবেশ টাইম সকাল ৮:০০টা থেকে রাত্রি ৮:০০টা এবং এই মন্দিরের যদি ভালো দিন বলেন তাহলে বৃহস্পতিবার দিন আসুন এই দিন অনেক রকম প্রোগ্রাম হয়ে থাকে।

কেউ যদি হাওড়া বা শিয়ালদা অথবা বর্ধমান থেকে আসতে চান । তাহলে কর্ড লাইন বাড়ীপাড়া বা বলরামবাটি স্টেশনে নামবেন অটো কিংবা টোটো ধরে সোজা ব্রহ্মদত্তধামে চলে আসবেন। আপনি নেবেই দেখতে পাবেন একটা অপূর্ব সুন্দর দৃশ্য যা দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তবে এখনো মন্দিরে কাজ সম্পন্ন হয়নি এখনো নির্মাণ কাজ চলছে । মূল মন্দিরের প্রবেশের পূর্বে দিকে গণপতি গণেশের মূর্তি আরাক দিকে কপিলমুনি-র মূর্তি বসানো হয়েছে। এই মন্দিরের পূজিত হয় দত্তগুরু ভগবান অর্থাৎ একই দেহে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর তিনমূর্তি অবস্থান করে । মূর্তি দর্শন হয়ে গেলে দেখতে পাবেন ডান দিকে একটি সিড়ি আছে, সিড়ি বেয়ে নিচে নেমে যাবেন। নিচে দেখতে পাবেন একটি শিবলিং রয়েছে। অপূর্ব সুন্দর । মন্দিরে চারপাশ বিশাল এরিয়া নিয়ে অবস্থিত । মন্দিরের কিছু নিয়ম আছে যেমন দেব দেবীর ফটো তোলা নিষেধ। একদিনে সফরে ঘুরে আসুন আশা করি অবশ্যই আপনার খুব ভালো লাগবে।

Banamalipur Bramhadattadham
দত্তগুরু ভগবান

আমাদের পেজটিকে ফলো করুন আর সবার আগে আপডেট পাবেন।


( Banamalipur Bramhadattadham )

------------------------------

Let's take a one day tour to Brahmadatta Dham.

 Entry time to Brahmadattadham temple is from 8:00 am to 8:00 pm, if this temple is a good day then come on Thursday, there are many special programs on this day.

If anyone wants to come from Howrah or Sealda or Burdwan. Then get off at Cord Line Baripara or Balrambati station, take auto or toto and come straight to Brahmadattham. You will see a magnificent view that will blow your mind. However, the work on the temple has not yet been completed and the construction work is still going on. On the eastern side of the main temple entrance, there is an idol of Lord Ganesha and on the left side is an idol of Kapilmuni. This temple is worshiped by Dattaguru Bhagwan i.e. Brahma-Vishnu-Maheswara trinity resides in the same body. After visiting the idol, you will see a ladder on the right side, go down the ladder. Below you will find a Shibling. wonderful beautiful The temple is surrounded by a huge area. The temple has certain rules such as taking photos of the deity is prohibited. Visit in a day tour hope you will like it very much.

বনমালীপুর ব্রহ্মদত্তধাম ( Banamalipur Bramhadattadham )

----------------



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top