মেঘহও মাছরাঙা [ Stork-billed kingfisher ]

Immortal Gallerys
0

মেঘহও মাছরাঙা

 [ Stork-billed kingfisher ]


এলাম, দেখলাম জয় করলাম।

হ্যাঁ সেদিন বিকেলে যখন চুপি থেকে osprey র ছবি তুলে ফিরছিলাম (নৌকায়), তখন চোখে পড়লো পাখিটা উড়ে এসে বাঁশের খুঁটির ওপর বসলো। তারপর হঠাৎ করে সেখান থেকে জলের মধ্যে ঝপাং, আর দেখি সোজা মুখে করে বেশ ভালো সাইজের একটা (সম্ভবত বাটা মাছ) মাছ মুখে নিয়ে আবার সেই আগের জায়গায় বসে ঠোঁটে করে মাছের সাথে ধস্তাধস্তি করে অবশেষে মুখে গপ করে চালান করে দিলো। ঠিক এই জন্যই ওপরের ওই শিরোনামটি দেওয়া। এই পুরো দৃশ্যের কিছু ছবি এখানে তুলে ধরলাম। ছবি তোলার সময় অতিরিক্ত উত্তেজনার বসে ক্যামেরার কিছু সেটিংস ঠিক করা হয়নি। তাই সেই ভুল ত্রুটি গুলো নিজ গুনে ক্ষমা করে দেবেন পিলিজ 🙏🙏🙏


মেঘহও মাছরাঙা [ Stork-billed kingfisher ]
ধরেছি, এইবার জমিয়ে খাবো।

মেঘহও মাছরাঙা [ Stork-billed kingfisher ]
উফফ একে সামলানো কি কঠিন।


মেঘহও মাছরাঙা [ Stork-billed kingfisher ]

গপ।


মেঘহও মাছরাঙা [ Stork-billed kingfisher ]
আঃ কি সুস্বাদু খাবার।

মেঘহও মাছরাঙা [ Stork-billed kingfisher ]
মাছ খেতে এসেছিলাম। খাওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি।

পাখির নাম - মেঘহও মাছরাঙা [ Stork-billed kingfisher ]

গল্প - মুখার্জী অপূর্ব

 ছবি তুলেছেন- মুখার্জি অপূর্ব


আপনার কোন গল্প থাকলে আমাদের কাছে পাঠান। আমরা আপনার গল্প ওয়েবসাইটে আপলোড করে দেবো।



Stork-billed kingfisher ]


I came, I saw and won.


Yes, that afternoon when I was returning from Chupi to photograph the osprey (by boat), I saw the bird fly and sit on the bamboo pole. Then suddenly it jumped into the water, and I saw a good size fish (probably a bata fish) in its mouth, and again sitting in the same place and fighting with the fish with its lips, finally it swallowed and sent it away. This is exactly why the above title is given. Here are some pictures of the entire scene. Some camera settings were not adjusted due to excessive tension while taking pictures. So please forgive those mistakes.


Stork-billed kingfisher
Got it, this time I will eat it.


Stork-billed kingfisher
Phew is that hard to handle.

Stork-billed kingfisher
talk.

Stork-billed kingfisher
Oh what a delicious meal.


Stork-billed kingfisher
I came to eat fish. I've eaten, I'm leaving now.

Bird Id => Stork-billed kingfisher

Story - Mukherjee Apurba
Photographed by - Mukherjee Apurba


If you have a story, send it to us. We will upload your story on the website.




Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top