যন্ত্রণা
( Pain )
প্রতিটা নারী একটা অতীত আছে,কেউ শারীরিকভাবে যন্ত্রণার স্বীকার হয়েছে।
কারওবা রয়েছে প্রচণ্ড হিংস্র ব্যবহারকারী মা- বাবা।
কারও কারও ঘটেছে হঠাৎ ফাঁদে পা দেয়ায় জন্মে উঠা নানা ভয়ের মতো ইস্যু।
কারও রয়েছে ছেলেবেলায় পরিবারের সদস্যদের কাছ থেকে নির্যাতিত হবার যন্ত্রণা।
কারও রয়েছে উজাড় করে দেয়া মানুষটার সাথে ভেঙে যাওয়া সম্পর্কের চাপা আর্তনাদ।
কারও রয়েছে জোর করে ভালোবাসার নামে বিছানায় টেনে নেয়ার মতো হৃদয়বিদারক কাহিনী।
কারও প্রাক্তনের কাছ থেকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল হয়ে যাবার কাহিনী।
কারও রয়েছে পিরিয়ড নামক ডাইনির মারাত্মক যন্ত্রণা।
কান্না করা যাবেনা,কেননা সে মেয়ে,কারণ ছাড়া মন খারাপ হওয়া যাবেনা,হয়তোবা লুকিয়ে প্রেম করে,হাজারটা প্রেমিক,খেয়ে ছেড়ে দিয়েছে তাই কান্না করছে সে।
কারও রয়েছে ভেঙ্গে যাওয়া পরিবার।
কারও রয়েছে ডিভোর্স এর মতো ইস্যু।
কারও রয়েছে আর্থিক সমস্যা।
কারও রয়েছে সুইসাইড করতে যেয়েও না পারার আর্তনাদ।
তুমি যদি উপরের ঘটনার মতো এমন কোনো মেয়েকে দেখে থাকো তবে দেখবে সে সব সময় হাসি মুখে থাকে,শক্ত করে গুছিয়ে চুল বেঁধে নিয়েছে,চোখের নিচের জমে থাকা কালিকে কাজল দিয়ে ঢেকে দিয়েছে,একাই পথ চলতে শিখে গেছে,সে চলে যাচ্ছে তার ভবিষ্যতের দিকে এগিয়ে,তুমি দেখবে তার মাঝে এখনো কিছু আশা বেঁচে আছে,
তার সাথে একটু সময় কাটিয়ে দেখুন তার ভেতর এখনো কত্ত ভালোবাসা,সে বুক জড়িয়ে তোমায় ভালোবাসবে,অনেক ভালোবাসবে,তুমি তার সাথে মিশলে দেখবে তার মধ্যে কত্ত পবিত্র তার আত্মা,তার মন কত্ত সুন্দর,সব সময় তার মনে হবেনা যে সে তোমার প্রতিবেশী,কিংবা দূরের দেশে থাকে এমন কোনো মেয়ে,হতেও পারে সে তুমি নিজে,তোমার স্ত্রী,তোমার নিজের বন্ধু,তোমার আত্মীয়ের মধ্যে কেউ অথবা তোমার মা।
নারীদেরকে তার অতীত দিয়ে বিচার করোনা,তাকে ভালোবাসো,তুমিও মানুষ সেও মানুষ,তার পিছনের যন্ত্রণা ভুলিয়ে দিতে তাকে সাহায্য করো, ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করো যাতে তার যন্ত্রণাগুলো তিনি একটু হলেও কমিয়ে দেন !